মিথ্যুকের বিচার হলে!
লিখেছেন লিখেছেন শান্তি পেতে হ্ও আগুয়ান ০১ মে, ২০১৩, ০৮:০৫:০২ সকাল
একজন সম্ভ্রান্ত ঘরের নারী মামলা ঠুকে দিল তাকে নির্যাতনের অভিযোগে। স্বামীর বিরুদ্ধে তার এ অভিযোগ। ঘর করেছেন দীর্ঘ ১৫ বছর। আনন্দের ফসল হিসাবে তাদের ঘরে আছে দু'টি সন্তান। মামলা চলল দীর্ঘদিন। অবশেষে প্রমান হল তার অভিযোগ মিথ্যা। ঐ মামলাকারী নারীর বিচার আর হল না মিথ্যা মামলার অভিযোগে।
শাহরিয়ার কবির একজন মিথ্যুক। গত ৪ দলীয় জোট সরকারের আমলে তিনি সংখ্যালঘু নির্যাতনের কাল্পনীক ভিডিও তৈরী করে তার আদর্শিক বাবা রাশিয়ার নিকট হস্তান্তর করার মানসে রওনা করেন। কিন্তু বিধি হল বাম। ধরা খেলেন বিমান বন্দরে। কৈ বিচার হয় নি তার। আজকের প্রেক্ষাপট মিথ্যার উপর তার বসতি। মিথ্যা ছাড়া কোন কথা তার মূখ থেকে বেড়োয় বলে আমার মনে হয় না।
১৯৭১ সালে চীন পন্থী কম্যুনিষ্টরা আমার মায়ের স্বাধীনতা চান নাই। বিরোধীতা করেছেন প্রবল। আদর্শের পার্থক্য না থাকায় তাদের বিরুদ্ধে কোন রা নেই এ মিথ্যুকের। আমার বলার হল, মিথ্যুকের বিচার হলে আদালতে মামলার জট কমে যাবে ৩০%।
বিষয়: বিবিধ
১৩০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন